কি কর এখন?
আগের মত নীল সমুদ্রের সাদা বালিতে
আমার আর তোমার নাম লিখছো না তো?


আমি আসব বলে,
পার্কের গাছ্টার নিচে দাড়িয়ে থাকো কি?
নাকি, আমাকে আর মনেই পড়ে না?


সবুজ ঘাসে শুয়ে,
আকাশচারী সাদা বককে দেখে বল কি,
ওটা আমার চাই?


তোমার কাজল চোখে,
আজও কি জল জমে,
যখন আমি আসতে পারতাম না?


আগের মত দা নোটবুক পড় কি?
আর তার ফাঁকে মোমের আলোয়,
দু চারটে চিঠি লেখা হয় তো?


দেখ, দিগন্তের আলো আজও ডাকে
চলনা আবার ফিরে যাই সেই সময়ে,
ফুটে উঠুক আবার আমাদের স্মৃতির প্রতিচ্ছবি ।