এখানে বসে সূর্যোদয়ের শোক-
টেনে নামায় বালুচরে তুমিহীন শ্লোক,
রাত যেখানে কেঁদে অস্থির - সেখানে স্রোতে ভেসে হাঁসে মায়াবতী মেঘ এক শান্ত পৃথিবীর।


এই যে রেখেছ ফেলে আমায় - দুয়ারে ঝাঁপিয়ে খিল,-
আমার অসম্ভবের সম্ভবে সময় গিয়েছে কানে শব্দহীন - বধির,
আমার করুণ বিস্বাদ ভরা সান্ধ্য স্নিগ্ধ বোধ
রেখে গেছে গোপনে হাসি মাখা অশ্রুর দল,
আমার অশান্ত আবেগের এক আকাশ উড়ন্ত অভিমান - গেয়ে উঠে তারস্বরে,
" আজ না হয় একা থাক তোরা, একা চল হেঁটে- একাই চল।"।