তোমাকে দেখিনা অনেকদিন হলো
ঠিক কতদিন আমার মনে নেই,
মনে হয় শত পূর্ণিমা ছোঁয়া হয়নি তোমাকে
দেখা হয়নি লক্ষ তারা গোনা অপেক্ষার পরেও।


তোমাকে দেখিনা অনেকদিন হলো
ঠিক কতদিন আমার মনে নেই,
মনে হয় শত আলোকবর্ষ পিছনে ফেলে এসেছি
ঠিক এতদিনে পৃথিবীর বয়সটা দ্বিগুন হয়েছে।


তোমাকে দেখিনা অনেকদিন হলো
ঠিক কতোদিন আমার মনে নেই
মনে হয় উল্কাপতনের সময়টা লক্ষ বছর পেরিয়েছে
ঠিক এতদিনে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করেছে শতকোটি বার।


তোমাকে দেখার নিমিত্তে মন্থর হয়েছে সময়
আড়ালে গিয়ে ঢুকরে কেঁদে উঠে একফোঁটা শিশির।
তোমাকে দেখার নিমিত্তে পাখিদের কন্ঠ স্তব্দ
আর আমি! বিবাগীদের একজন।