শুরু থেকে শেষ হোক, মধ্যপথে আটকে থাকার মাঝে কখনো ভালোবাসা থাকে না;
এই দেখো না, পাখির ডানাদের ভাসিয়ে রাখা শুন্য বাতাসের কথাই ধরো। কখনো দেখেছো?
এ বাতাসও গতিময়।


কি হতো যদি নির্লজ্জ্ব বেহায়ার মত বাতাস আটকে থাকতো পাখির ডানায়?
হয়তো এর বাধাধরায় ভূ-পতিত হতো খচ্চর দল।
শুনেছি বেশ্যাখানার বিশেষ বেশ্যাদেরও আটকে থাকা খদ্দের থাকে। তবে কি তা ভালোবাসা হয়?


ভালোবাসা তটিনী নদীর মত বহমান;
একবার চলতে থাকলে বার বার ঘুরে ফিরে মিশে মোহনায় এক হয়,
না হারায় স্বকীয়তা; না কমে তার গতি।
রাগ, অভিমান, চাপা আর্তনাদ ভালোবাসাকে জীবন দেয়।
তুমি চাইলেই এসব শুন্যে উড়িয়ে পার্কের বেঞ্চিতে আমার বিপরীতে বসে থাকতে পারো। কিন্তু লাভ কি আটকে থেকে?


যখন চোখে জল আসবে আমায় ইচ্ছেমত গালি দিতে পারো,
আমার বুকে মাথা গুঁজেই কাঁদতে পারো;
কিন্তু জড় বস্তু হলে যে পাথর হয়ে যাবে নিমেষেই।
শেষবেলায় ভূ-পাতিত হবো দু'জনেই,
সেই ভেসে থাকা পাখির মত;
যেখানে দু'জনেই বেশ্যার খদ্দের হয়ে যাব ভালোবাসাহীনতায়।