আসবে জানি আলো একদিন
আধার ঘরের মাঝে
দূঃসহ এইদিন হবে শেষ
মায়াময় এক সাঁঝে ।


শান্তির বারি আসবে নেমে
রাতের অন্ধকারে
যতো হতাশা,গ্লানি,ক্লান্তি
ঝরে যাবে অগোচরে।


ফের হবে ভোর
নব জাগর,উম্মাদনা নিয়ে
সকল দূঃখ করবো জয়
সূখোভ পরশ দিয়ে।      


পথ-প্রান্তর,আকাশ সুয ্য
পৃথীবি তেমনি রবে
বদলাবে শুধু জীবন চিএ
বিজয় রচিত হবে।


পথ চেয়ে থাকি সেদিনের
আমি,কবে পাবো তার দেখা
অন্ধকারের জীবন থেকে
আলোয় মেলবো পাখা ।