সব মানুষই হয়না ভালো
হয়নারে সব মন্দ
কারো গায়ে থাকেনারে
লেভেল আটা গন্ধ।
মুখটা কারো বেজায় কালো
দেখতে খুবই বাজে,
কিন্তু দেখো লোকটাযে সে
কথায় পাকা কাজে।
কাউকে কোনো কথা দিলে
এদিক সেদিক হয়না,
অসৎ পাড়ার বারান্দাতেও
যায়না কভু যায়না।
আযান হলেই মসজিদে যায়
সামনে এলেই সালাম,
ভাল ছাড়া মন্দ কথা
হয় নারে ভাই কালাম।
মিষ্টি হেসে অল্প বলে
অল্পতে সে তুষ্ট,
কারো মনে দেয় না আঘাত
অনিচ্ছাতেও কষ্ট।
নষ্টকথা বাচাল প্যাঁচাল
আড্ডা কভু দেয়না,
সকাল বিকাল অনিচ্ছাতেও
মিথ্যে কভু কয়না।
চেহারাটা মন্দ যদিও
দেখতে বেজায় কালো,
কিন্তু তাহার ক্বলব থেকে
ঝরে নূরের আলো।
অন্যদিকে আবার অনেক
দেখতে রাজার পুত্তর,
গায়ের রঙটা সোনায় সোহাগ
তারও চেয়ে উত্তর।
চেহারাটা গোলগাল আর
চাঁদের আলোয় মাখা,
কিন্তু তাহার চরিতটাযে
নষ্টামিতে ঢাকা।
হঠাৎ যদি মুখের বুলি
কানে একটু আসে,
অশ্রাব্য অই বিশ্রি কথায়
ঘৃণায় যাবে ফেঁসে।
ছোটবড় ধার ধারেনা
লাগাম মুখে নেই,
মন্দ খারাপ বলে দিবে
আসবে মুখে যেই।
নষ্ট ছেমের আড্ডাতে অই
যাবেই পাওয়া তাকে,
মদ গাঞ্জা ইয়াবা সব
হাতের কাছেই রাখে।
কথা দিয়েও ধার ধারেনা
মুনাফেকির লক্ষণ,
মিথ্যাবলা ফ্যাশন নাকি
বলে যখন তক্ষণ।
মানুষ চেনা যায়নারে ভাই
রূপ চেহারা দেখে
যায়না চেনা কাছে এসে
আদর সোহাগ মেখে।
ভালোমন্দ সবই গোপন
লেভেল আটা নয়
মন ভাল যার সেই তো আসল
সত্যি ভাল হয়।