ক্ষুদ্র ঋণে শান্তি এসেছে,
সুদ কি?
তবে, শান্তির অভিধান!!
শান্তির প্রতীক বটে, সুদী-মহাজন!!
মূর্খ-জাতি বলে কি'না?
সুদ সমাচার!!
নেক সুরতের ধোঁকাবাজ গুলো কই?
মুনাফেক গুলো, বৈড়ালব্রতী চাটুকার।
দুর্জনের বিদ্যায়,পরিত্যাজ্য বিবেক!!
ফিৎনাময় যুগে, গুঁজবে-হুজুগে..
সত্য কই?
সবই দেখি, মিথ্যাশ্রীত সংস্কার।
ফতোয়া-ই জায়েজ, লোভীদের লালসা।
ক্ষমতা,ক্ষমতা,ক্ষমতা!!!