সুশীলের ঢং!!
বিদ্যায় অহং।
বিবেকের রং,
স্বার্থ বন্দী বরং!!

অন্তিম এ জামানা-ই ফল,
নেক সুরতের আদল।
মুখ ও মুখোশ হয় বদল!!

ফতোয়া-ই জায়েজ-না'জায়েজ,
দ্বি-মতেই উন্মুক্ত আবরণ!!
প্রতিয়মাণ, এ মুনাফেকি আচরণ।।