আজও জানা নেই মায়া প্রকাশের ভাষা,
ছিলনা আগেও কখনো...
পাহাড় গড়ছে নিরুপায় ইচ্ছে-অনিচ্ছেরা
পেরিয়ে যাচ্ছে দিনান্তের বলয়!
কথাগুলো থামিয়ে দিচ্ছে বোধ, ক্ষুধার্ত সময়ের মত।


বেনামী সম্পর্ক ছিনিয়ে নিয়েছে বহুকাল
দুটি হৃদয়ের পরস্পরমুখী গোপন দুর্বলতা।
তামাদির স্তূপে মিশে গেছে তামাটে পাতার ডায়েরি,
আর
জঞ্জাল ভেবে গিলে নিয়েছে সেদিন সর্বভুক
আমার হৃদয়ে জমা ছিল যত সোনালি সজীব ধ্বনি।


রক্তের নমুনা আবারও উত্তরহীন
আস্তিন গুটিয়ে রেখে দিয়েছি বহুদিন ধরে।
ব্যর্থ প্রেমিকার উদ্দেশ্যহীন দীর্ঘশ্বাসের মত
চারপাশ এখন শুধু কুয়াশার ঘরবাড়ি।


শেষমেশ জানিনা আমিই আজ আমার ঠিকানা!
বেঁচে থাকার মত বাঁচিয়ে রাখার সম্পর্ক?