সেদিন দেখেছি
নর্দমার জলে নেমে গেছে চাঁদ!
শুকনো গোলাপের পাপড়ির মতো
কিছু ফেকাসে অনুভূতি।


রেলপথ পাশের ঘর-বাড়িদের কী অদ্ভুত তাড়া!
কে জানে পাড়ি দেবে কোন মহাকাশ?


অভাবে আরো দ্রুত ছুটে যাচ্ছে  সময়
আর এভাবে প্রতিদিন আমি করে যাচ্ছি অপচয়!!


বাতাস বয়ে যাচ্ছে পাতার ফাঁকেফাঁকে
তিলেতিলে ঝরে পড়ছে সব শুকনো অহংকার।
                        ---------------


তারিখ -- ২০/০৮/১৪ইং