প্রতি পত্রহরিতে লেগে আছে রাতের অবসাদ।
সময় থেমে যায়নি মোটেই,
সূর্যও উঠেছে যথারীতি,
দিনের আয়োজন পাখিদের ঠোঁটে।
তবুও অন্ধকার কাটেনি এখনও!
আবছায়া অসংখ্য শরীর ভিড় করছে চারপাশ
মুখ না মুখোশ; গুলিয়ে ফেলেছি সবকিছু।


পাথরকুচি পাতার কিনারা ধরে বেড়ে ওঠে অসংখ্য প্রাণ,
যাদের জন্ম আছে কিন্তু মৃত্যু নেই।
এ কোন অন্ধকার? যেখানে নদী স্রোত হারায়!
যেখানে বন্যরা আদর্শ হয়ে ওঠে
যেখানে অসহায় ভালবাসারা প্রতিদিন আত্মহত্যা করে!


জানিনা এ কোন মায়া কি না....
হয়তো আছে মীমাংসার শুধু একটাই পথ
বোধযন্ত্র বিকল করে
চোখের সাথে গোপন সমঝোতা।