রোদহীন উষ্ণতায় ঘেমে যাচ্ছে শরীর।
তিলেতিলে বেড়ে উঠছে আগাছা
লাল গোলাপের পাপড়ি বেয়ে!
আবেগি ঘ্রাণ মাখা অরজার চুলে
আটকা পড়ছে হৃদয়ের গোপন দুর্বলতা।
যার স্বপ্ন লাগামহীন অশ্বের মত ছুটে চলে,
যেখানে প্রতিদিন গড়ে ওঠে নিয়ম ভাঙার হাতিয়ার
যার রঙতুলি সকাল-সন্ধ্যা একটা নতুন পৃথিবী আঁকে..
যার স্বাধীনতা কখনো সীমানা খুঁজে পায়না
আছে শুধু নির্ভেজাল সত্যের মায়াবী তাড়না।


যদিও ঊর্ণনাভ জাল আটকে দেয় সমস্ত আয়োজন
মাঝ সমুদ্রের এলোমেলো উচ্ছাস থামিয়ে দেয় এ পথচলা....
সময়ের আবদার পাল্টে দেয় গিরগিটির মত সমস্ত রঙরূপ।


তবুও কেন যেন হারিয়ে যায়না এ চুলের মায়াবী ছোঁয়া
নীরবে শূন্যের সাথে শব্দহীন অহেতুক কথা বলা,


জানিনা এ কি আবেগ, নাকি ভালবাসা?