দিগন্তের এলোমেলো সীমান্তরেখা
ছন্নছাড়া কিছু সময়
তারপর কিছু অসহায় রোদ
বিকেলের ঘ্রাণ মাখে চোখেমুখে।


আর্তনাদহীন ফেকাসে যন্ত্রণা
হৃদয় চেপে ধরে সামান্য দূরত্বে।


এই বুঝি ভালবেসে ফেলছি কাউকে
দিনভর তাড়া করে ভয়!
প্রকাশ বিমুখতাই কাল হয়ে ওঠে ধীরেধীরে
বিষণ্ণতা ছেয়ে যায় পুরো আকাশ।


শ্বেতজবার পরাগ রেণু আর পাপড়ির ফাঁক
সূক্ষ্ম অলিগলি ধরে প্রজাপতির নিত্য যাতায়াত।
বড় ভয় করে কিছু ভালবাসাকে,
কেননা প্রায়শই অবহেলিত
আমার হৃদয়ের আবদার।


ঠিক এখানেই আমার দুর্বলতা
খুব মনে পড়ে
দুই সংখ্যায় পৌঁছতেই যার জন্ম।