আরো সাম্রাজ্য বিস্তার করছে অবাধ্য চোখ
পিপাসিত কণ্ঠে পৃথিবীর মায়া নেই।
ঘন জঙ্গলে পথ হারিয়ে অসহায় পথিক কাঁদে;
আদতে ভালবাসার কোন আকৃতি নেই
আমি ছুঁয়ে দেখেছি তোমার প্রত্যয়ী শিহরণ
জারজ বলে মোটেই কোন সন্তান নেই
শরীরী উত্তাপে মিশে গেছে আকর্ষিত যৌবন
মুছে ফেলে দেবো আমি যত অপবাদ;
ওর নরম প্রতিবাদহীন চেহারায় লেগে আছে।
মূলত কাঠগড়ায় আমাদেরই দাঁড়ানোর কথা....
প্রতারিত বলে যতই চিৎকার করনা কেন তুমি
আসলে পথ কি কখনও আমাদের সাথে প্রতারণা করে?


রচনা---- ২২/১২/২০১৪ইং
© জুয়েল