দেখেছি সেদিন কোন এক ঐশ্বর্যশালী ব্যক্তির
বারান্দার কিনারায় ফুলের টবে বেড়ে উঠছে
সুপরিচিত এক পর্ণমোচীর তরতাজা চারা!!
দিনগুলো তো আর থেমে নেই, বাড়াচ্ছে জঞ্জাল।
সামুদ্রিক পাথরের খাঁজ থেকে ধরে আনা
জাপানী ফুগুর রক্তে বিষিয়ে দেব যেদিন
শরীর, পারদে আমার উত্তাপ কমবেই। জানি,
তখনো তুমি দূরবীনে মাপবে শুধু সূর্যের দূরত্ব!


তুলসীপাতায় লেগে থাকেনা মানবিক দূষণ।
শুনেছি নগ্ন গঙ্গাস্নানের মহা কুম্ভমেলা
ধোয়ে নেয় সমস্ত অশরীরী মলিনতা,আর যাকিছু...
আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা উপচে পড়ে ক্রোধে
বহুদূর ছড়িয়ে ঘ্রাণ, ভাড়াটে জরায়ুতে কাঁদে শিশু।
আসলে মৃত্যুর ভয় কারোরই নেই, জন্মেই ছিল কান্না।


তুমি নাহয় নষ্ট প্রেমিকের বুকে মুখ ডুবিয়েই থাকো,
আমি নাটাই থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছি তোমার ইচ্ছেরাজ্য।



রচনা--- ২৮/১২/২০১৪ইং
© জুয়েল