আভ্যন্তর ভাগ জেগে ওঠে
পড়ন্ত বিকেলের রোদাভার মতো
মানবিক সীমারেখার অবক্ষয়ে!


বুকের উচ্চতা বাড়ালে কচি বোধ
বালকের পুরুষ মাটি খুঁড়ে গোপনে
উষ্ণতার ভারে স্তন থেকে ঝরে পড়ে রক্ত


মায়াবী খাদে চোখের পাতা আটকে থাকে
জামাট জল ভেসে ওঠে জলেই। একটি
প্রতিবাদী মিছিল ক্রমে মিলিয়ে যায় শূন্যতায়।
----------------
শিলচর
১৮|০৬|২০১৫
©জুয়েল