আমি বিষন্নতার একলা ফেরীঅলা।
আমি আপন মনে, দুখের সনে, কাটাই সারাবেলা।
আমি বিমূর্ত এক কবির কাঁধের ঝোলা।
বিরান সাঁঝে মন খারাপে, উদাস দুপুরবেলা।
আমি রাত বিষাদের নবীন বাঁশিঅলা।


আমি মন খারাপের প্রলয় বীণার বাঁশি
দুঃখ সুখের বিকিকিনি, কষ্ট অপার ছড়িয়ে দিতে আসি।
কান্না আমার গোপন অসুখ, কই গিয়েছে হাসি
যেদিক তাকাই ভীষন কালো, মরুর বালি রাশি
আমি উদাস আগুন, অনল সর্বনাশী।


আমি দু’পায় দলে হারাই আশির্বাদ
আপন মানুষ দুরে সরাই, তারে নিয়ে করি আর্তনাদ
কাছের দূরের জটিল বাঁধন, মায়ার কঠিন ফাঁদ
যেই না তারে কাছে টানি, দারুন শঙ্খনাদ
আমি ভীষণ ফণা গোপন অপরাধ।


আমি নইকো কারো আপন আবার নইকো কারো দূর
বিরহী এক বাঁশের বাঁশির বাজাই করুণ সুর।
আমি হইনা কারো নিজের মানুষ, না হই সূর অসূর
কাকের পুচ্ছে নকল সাজে না হই কো ময়ূর
নষ্ট প্রহর আমায় দেখে করেন দূর, দূর।