তুমি ফিরে এসো
সেই ফেলে যাওয়া প্রত্যাখ্যাত মনের
স্ববিরোধি মানসিক দ্বন্দে
পুরোপুরি নিমজ্জিত হবার পূর্বেই।
আকন্ঠ পানের মাতাল সময়ে হারানোর আগে
কবিতার খাতার শেষ তিনটি পৃষ্ঠা
অসমাপ্ত তিনটে কবিতা
যার সবকটা তোমাকে নিয়েই ভেবেছিলাম
ফুরোবার আগেই।
ব্যাখ্যাহীন প্রস্থানের ক্ষতিপূরন দিতে
ফিরে এসো
কারন তোমাকে ফিরতে হবেই।
একটা অসম্পূর্ণ গল্পের মাঝে এভাবে প্রস্থান
মেনে নেয়া যায় না।
একেবারেই।
তোমার অসাক্ষাতে মনের তন্ত্রীগুলোতে
তীব্র একাকিত্বের এই হাহাকার
বিষন্ন রাতে একাকী অপেক্ষার দহন
হৃদয়ের রক্তক্ষরণ। নিরবে।
কিছুই তোমায় স্পর্শ করবে না জানি।
তবু তুমি এসো একবার এই পরিত্যক্ত হৃদয়ে
বিরহের নীলচে আঘাতটাকে আরেকটু গাঢ় করে
আরেকটু প্রচ্ছন্ন আঘাতে তীব্র ঝাঝালো করতে
চলে এসো, কাল অমাবস্যায়
চুপি চুপি পায়ে। যখন মলের মৃদু রুমঝুম
ঝরা পাতার সন্তর্পনে খসখস আওয়াজ
থেমে যাবে। এক হয়ে যাবে রাতের অন্ধ প্রহরে।
তখন এসো আরেকবার। বিরহের কালো আঁধারে।