জানালার ওই গরাদে, বাকা চাঁদের তীব্র রূপ
নিলচে আলোর মৃদু আঁচে,
সুবাস ছড়ায় সাঁঝের ধুপ।
সদ্য স্নানের সিক্ত বসন, মদির রূপের মৃত্যুকূপ
চোখের পলক হয় অপলক,
রূপ সাগরে ইচ্ছে ডুব।
কাঁচ পোকাদের টিপ পড়াতে, পূর্ণী নিশির অবাক চাঁদ
হাত বাড়িয়ে আপন করে
ভালবাসার ফেলবে ফাঁদ।
গগন মাঝে নিশির রূপে, চন্দ্রকলার প্রণয় সুখ
আবছা আলোয় মেঘ আলেয়া
প্রেম মাতালে হয় উন্মূখ।
চাঁদনি পশর রাত্রে আমার, মরণ হলে নাইকো দুখ
পূর্ণিমাতে জোৎস্না মেয়ে
গাঁ ধোয়াবে, পুড়বে ধূপ।
কোন সে টানে ছাড়ব বাড়ি, ঘরের সাথে জনম আড়ি,
বসন মাঝে মাখব শুধু বুনো ফুলের বাঁস
রাত বিরাতে কাব্য হবে
মিটবে মনের আশ।