হলুদ আমার প্রিয় রঙ নয়
তবু ফাগুন দিনের প্রভাতে
বাসন্তি সুখেরা দোলা দেয় আনমনে।
রক্তলাল পলাশ আমার প্রিয় ফুল নয়
তবু ২১ ফেব্রুয়ারীর ছবিটাতে
রক্তের ছোপ ছোপ লেপটানো দাগ
পলাশের কথাই মনে করিয়ে দেয়
অহর্নিশি বারবার।
বর্ষা আমার প্রিয় ঋতু নয়
ভালবাসি না বৃষ্টির রিনিঝিনি নিক্কন
কিন্তু টুপটাপ ছন্দে উষর জমিনে
দীর্ঘ বিরহী ভুমির বুকে
প্রথম বর্ষার টুপটাপ ছন্দপতন
আমাকে কবিতার খাতায় টেনে নেয়।
কান পেতে থাকি তার আসার অপেক্ষায়।
শব্দময় মায়ার জগতে
রুপ রস গন্ধ বর্ণহীন তমসায়।
আমি বরং ভালবাসি
শীতের বিরহ রেশ
কুয়াশার চাদরে
ধোয়াশায় মুড়ে থাকা
অনন্ত বৈধব্য বেশ।
সাদা কালো মনের ক্যানভাসে
ততোধিক অদৃশ্য সাদা কালিতে
কালো স্মৃতির দগদগে দাগ টেনে দিতে
বড্ড ভালবাসি।
কবিতা ভালবাসি
ভালবাসি জীবনের গল্প
অথচ দোয়াত কলমের সাথে চির আড়ি।
কী এক অদ্ভূৎ বৈপরিত্যে
নিরন্তর বসবাস
ভাললাগা বেঁচে রয়, ভালবাসায় বাঁচে বিশ্বাস।