আমি পেয়ে গেছি আমার প্রিয় পুরোনো শার্ট
বোতাম খোলা লোমশ বুকে তোমার তীব্র
ভালবাসার হঠাৎ ছোবল।
প্রিয় সে রক্ত লাল বেদনা তীলক।
খুঁজে পেয়েছি ছোপ ছোপ নীল কষ্ট
বহু পুরোনো খাম, না খোলা চিঠির মসৃন ভাঁজ
নতুন করে নিজেকে আবিষ্কারের
অনাবিল আনন্দ
শীতের আড়মোড়ায় উপভোগ করি
নতুন শাড়ির ভাঁজে, ক্লীব মানবদেহের মাংসল খাঁজে
নিবিড় আড়ষ্টতায়।
ভাবছি একটা মেঘ গম্ভীর শ্রাবন আকাশ কিনব
হালকা কুয়াশার বিনিময়ে
নতুন ভোরের নিঃশব্দ লীন মুহূর্তে
সেখানে খুঁজে নেব একাকী কালো ডানা চিল।
কায়ক্লেষে কাটানো হেঁচড়ে চলা জীবনে
ইচ্ছেমতো রঙ দেব ঝরা রক্তপলাশের বিবর্ণতায়।
হারানো সুর খুঁজে নেব ভাঙা মৃদঙ্গে
অলস বিকেলে রোদ বারান্দায়।
একটু একটু করে ডুবে যাব
প্রিয় আঁধারের বিষন্নতায়।