ইচ্ছে হলেই এখন আমি আকাশ হতে বৃষ্টি নামাই
ইচ্ছে হলেই ইচ্ছেমতো ইচ্ছে রাঙা মেঘকে থামাই।
ইচ্ছে ঘুড়ি রঙিন সুতা, ইচ্ছে মতো নাটাই
ইচ্ছে হলেই রোদ বালিকার সঙ্গে সময় কাটাই।
ইচ্ছে হলে তোমার চুলে আলতো করে আঙুল বুলাই
ইচ্ছে নদীর ফেনীল জলে গহীন মনের দুুঃখ ভুলাই।
ইচ্ছে হলে কাছে ডাকি
ইচ্ছে হলেই দুর
রাত স্বপনে একলা একা
বাঁধি নতুন সুর।
কৃষ্ণচূড়ার লালের সাথে
তপ্ত পথের কালো
মাঝ দুপুরের রোদের জ্বালা
উষ্ণ শীতল ভালো।
ইচ্ছে আমার প্রভাত ফেরী
ফিরতে ঘরে করব দেরী
পলাশ শিমুল তুলব হাতে ডাকবে কুহূ পাখি
মন্দারেরি রক্ত রঙে পড়ব হাতে রাখি।
রাতকে ডাকি দিনের মাঝে দিনকে বলি যাও
দুঃখটাকে সুতোয় জুড়ি, দেখতে কি তা পাও?
রঙিন স্বপন সাদাকালো, রাত জোনাকির ঢিমে আলো
ইচ্ছে আলোয় পিদিম জ্বালি তবু ভীষণ কালো।
ইচ্ছেমাফিক ছন্দ সাজাই ইচ্ছেমতো গল্প
রাত গভীরে চাঁদের পানে তাকাই অল্প স্বল্প।


ইচ্ছে করে যাই চলে যাই
আকাশ নীলের পানে
শুনব একা চাঁদের কাহন
আপন ভোলা গানে।
বিষন্ন এক মেঘলা দিনে ইচ্ছে করে ডাকব তোকে
মেঘের কোলে সপ্তডিঙায়, ধরব হাতে হাত
মাদুর পেতে স্মৃতির ঘরে চুপটি করে জড়িয়ে ধরে
বিষন্নতার মায়ার টানে কাটিয়ে দেব রাত।