প্রচণ্ড আবেগে পুড়িয়ে দেয় ভালবাসার
পুরনো চিঠি গুলো, ঝেরে ফেলা জমানো
বৃষ্টির প্লাবনে - তোমায় আমায় ভিজিয়ে দেয়
কিছু ঠিকানা বিহীন মেঘ।
অস্থির সময় গুলো, পেড়িয়ে যায় নিয়মতান্ত্রিক
ঋতুচক্রের পালাবদলে। ফাগুনের আগুন লাগা ভোর,
তোমায় পুড়িয়ে দেয়- শীতের শুকনো পাতার ন্যায়
ঝরে পড়ি আমি ও আমার আমিত্ববোধ।
ক্লান্ত দুপুরে বৃষ্টি ভেজা কদম ফুলটি, তোমার
জানালায় উঁকি দেয় স্পর্শের অপেক্ষায়।
পর্দার ফাঁক গেলে বাতাস এসে খেলা করে
তোমার খোলা চুলে, আমার হিংসে হয়-
আমি ঠায় দাঁড়িয়ে থাকি জানালার আর্শিতে
বৃষ্টির ফোটা হয়ে।
কিছু ভালবাসা হার মানায়
কম্পাসের উত্তর ও দক্ষিনের দূরত্ব-
ভালবাসা তাদের কেন্দ্রে, আবর্তনধর্মী।