কদম ভেঁজা সন্ধ্যায় প্রথম দেখা
অবাধ্য বাতাস খেলা করছিল খোলা চুলে।
আধবোজা সোডিয়াম আলোয়
তোমার কপালের টিপ আমায় আমন্ত্রণ করছিলো,
নিজেকে সে দিন সংবরণ করেছিলাম
দৈবৎ কোন অর্মাজনার ভয়ে।
টি এস সি'র সেই চায়ের দোকানে
এখনো অপেক্ষা করি,
প্রতিটি কদম ভেঁজা সন্ধ্যায়।
ফুলার রোড - কার্জনহল, অথবা-
শহীদ মিনার। দু'জোড়া চোখ গবেষণায়,
রাজনীতি অর্থনীতি কিংবা সামাজিক অবক্ষয়ে।
তর্ক চলতো দুপুর বিকেল কিংবা সন্ধ্যায়,
ভালবাসায় দুজন বড্ড অনভিজ্ঞ।
ভিক্টোরিয়া কিংবা আহসান মঞ্জিল
অথবা সদর ঘাটের নৌকা ভ্রমন-
আমাদের প্রায় সাহসী করে তুলতো।
প্রায় দুজনা হাড়িয়ে যেতাম মহাজাগতিক মহাশূণ্যতায়,
চাঁদ দেখে কি বলতে মনে পড়ে?
"হারিয়ে গেলে, চাঁদ দেখবো দুজনা।
কম্পাসের দু'মেরুর দূরত্বে যদিওবা থাকি,
মনের মাঝে কাছে তো পাবে। "