আরো একটি বসন্ত আমি থাকতে চাই,
তোমারই মাঝে।
আরো একটি ফাগুনে আগুন লাগাতে চাই,
কৃষ্ণচূড়ার ডালে।
আরেকটি বর্ষা কি দেবে সময়,
তোমায় নিয়ে ভিজতে চাই।
বৃষ্টিস্নাত কদম ফুল নাইবা নিলে,
পরে থাক অবহেলায় আমারই সমাধি পরে।
হেমন্তের বিরান দুপরে খা খা করে নিঃস্তব্ধতা,
সবুজ ঘাস আর গাছের পাতা'রা হু হু করে সুর তোলে-
সেই সুর কি আর একবার শুনতে পাবো না?
আর একটি গ্রীষ্ম আমি পুড়তে চাই,
মেঘেদের অশ্রুশূণ্য কান্না।
অর্জুন কিংবা দেবদারুর ছায়ায়
আরো একটি ক্লান্ত দূপুর আমি আশ্রয় চাই।
কুয়াশা ঘেরা শিশিরসিক্ত আরেকটি সকাল আমি থাকতে চাই,
দেখতে চাই কচি ঘাসের ডগায় সোনালি মুক্ত।
ফুটে থাকা ক্যামেলিয়ায়, জমে থাকা শিশির বিন্দুর -
তার অভিমান আমি ভাঙ্গাতে চাই।
মেঘহীন স্নিগ্ধ আরেকটি শরৎ চন্দ্র আমি দেখতে চাই,
উন্মাদ প্রকৃতি তখন কিছুটা বেখেয়ালি।
শরৎ এর রাখালি বাঁশির সুরের মত আমি হয়তো হারিয়ে যাবো,
সোনা ফলা ফসলের ক্ষেতে-
অথবা পত্রঝরা বৃক্ষের মত ঝরে পড়বো মড়মড় শব্দে।