শব্দহীন আর্ত-চিৎকার
মেরুহীন আঁধারে মিলিয়ে গেছে-
বাকহীন মেঘের গর্জনধ্বনি,
চমকিত বিদুৎের আলো যে ভাবে হারিয়ে যায়
আকশের গভিরতায়।
অনুভূতিহীন শুন্যতা গ্রাস করেছে
বোবা অস্থিমজ্জা কে।
স্পর্শহীন শুন্যতায়-
মগজের অন্ধকূপ।
শাব্দিক অবেগ হারিয়ে গেছে,
উপলব্ধ প্রাণের স্পন্দন
তলিয়ে গেছে,
মেরুহীন আঁধারে।
সবুজ মাঠ-ইট পাথরের শহর
পথ মাড়িয়ে চলে গেছে-
মহাজাগতিক আলোক উজ্জল
মেরুহীন আঁধারের বুকে।