হৃদয়ের মসলিন মায়াবী পর্দা খামচে ধরে
কবিতার ঈগল।
মাঝে মাঝেই ইচ্ছেরা এখন
ভাতের ধবল বলক হয়ে ফেঁপে ওঠে
ইতিহাসের কপালে লিখে দিতে
কবিতার শাশ্বত চরণ।
ময়ূর-পাখার মতো কাশফুল রক্তের আলিঙ্গনে
অনড় বসে থাকে কবিতার স্তবকে স্তবকে।
নির্বাধ ছুটে চলা বহমান নদীটিও হাঁটু গাড়ে
উল্টোস্রোতের সাফাই করে কবিতার কোলে।
গানের পাখিরা তাল লয় ভুলে
কেবলই ভাঙে কান্নার রিদম।
কবিতারা হয়ে ওঠে একপেশে ঢেকির মতো।