টাপুর টুপুর শব্দ করে,
আজ ভরদুপুরে বৃষ্টি পরে।
বৃষ্টিতে ভিজে গেছে সব,
আজ কোথায় গেল কলরব?
থেমে গেল কেন হৈ চৈ,
আজ সূর্যি মামা গেল কই?
স্নিগ্ধতা ভরা এই দুপুরে,
কার পা বাধা রূপালী নূপুরে?
কার পায়ে বাজে মধুর ধ্বনি,
কার গান আমি কানেতে শুনি?
আমার দিকেই আছে যে চেয়ে,
এ কোন ছলনাময়ী মেয়ে?
চোখে মায়া ভরা তার দৃষ্টি,
মেয়ে তো নয়,শ্রাবণের বৃষ্টি।