স্বপ্নের জগতে আমার বসবাস,
বাস্তবতা থেকে বহুদূরে।
বাস্তবতার কষাঘাতে পিষ্ট হয়ে,
দুমড়ে মুচড়ে যায় আমার স্বপ্নেরা।
স্বপ্নের পথে তবু আমি অবিচল,
অবিরত চলছি নিজের মত।
প্রতিকূলতার মাঝে একলা একা,
ছিন্নভিন্ন করে মরীচিকাময় পিছুটান।
বাধা-বিপত্তির বেড়াজালে আটকায় পা,
মাটিতে আছড়ে পরি সজোড়ে।
থেতলানো পেশি রক্তে ছেয়ে যায়,
হঠাৎ থমকে যায় আমার দূর্বল শরীর।
তবু ছুটে যাই সীমাহীন প্রান্তরে,
ক্রমাগত হেটে চলি একই পথে।
রক্তাক্ত শরীর শিহরিত হয় নতুন উদ্দোমে,
অধরা স্বপ্নকে যে আমার ধরতেই হবে।