শুধু একটাই ভাবনা,
আমাকে আজও পোড়ায়,
শুকনো পাতার মতো।
টুকরো টুকরো করে দেয় হৃদপিন্ডটাকে;
রাস্তার একখন্ড ইটের মতো।
আজও আমার গাল ভিজে যায়,
চোখের পানিতে;
বৃষ্টিতে ভেজা জরাজীর্ন,
পাতার মত।
আজও আমি উদাসী হয়ে,
বসে থাকি;
ছন্দ খুজে না পাওয়া,
কবির মতো।
শুধু একটাই ভাবনা,
আমাকে আজও পোড়ায়।
একটাই ভাবনা,ভাবতে ভাবতে,
ধুলোর স্তুপ জমে যায়,
আমার মস্তিষ্কে।
আমি কার্যক্ষমতা হারিয়ে ফেলি;
একটা ব্যাটারির মতো।
শুধু একটাই ভাবনা,
আমাকে আজও পোড়ায়।