এলাম যখন ধরনীতে তখন শুধু কাদি,
সবাই আমায় আদর করে কোলে নেয় দাদী।
বয়স যখন হল আমার এক পেড়িয়ে দুই,
তখন শুধু চট করে পাকনা কথা কই।
দুদিন পরে বয়স আমার হল যখন চার,
জিজ্ঞেস করি বকা দেওয়ার ক্ষমতা আছে কার?
বকা কেউ দিলে পরে মাথা গরম হয় জিদে,
দেই তখন চিৎকার করে ফেলফেলিয়ে কেদে।
স্কুলে যেতে বলে সবাই বয়স হল যখন ছয়,
স্কুলে যাব না আমি পাই স্যারের বেতের ভয়।
আর একটু বড় হলাম বয়স হল আমার আট,
মার খেয়ে খেয়ে পিঠ হল আমার দামি সেগুন কাঠ।
বয়স আমার হল যখন পুরোপুরি দশ,
দুষ্টমির কারনে সবার কাছে ভালই আমার যশ।
এখন আমি অনেক বড় বয়স আমার বারো,
আমাকে ফেলে দুষ্টমিতে চ্যাম্পিয়ন হওয়ার সাধ্য নাই কারো।
                                -০১-০২-০৭.