নিত্যদিনই একটি ছেলে,
দাঁড়াত গিয়ে বারান্দায়।
দাঁড়ালেই চোখ পড়ত,
পাশের ডাব গাছটায়।
সেই গাছে ছিল এক,
অচিন পাখির বাসা।
দেখতে বেশ সুন্দর ছিল,
খড়-কুটো দিয়ে খাসা।
অবাক চোখে দেখত,
আর অবাক হয়ে ভাবত।
কিভাবে সেই পাখিটা,
গাছের ডালে থাকত?
কেমন করে ঘুমাত সে,
গাছের ডালে বসে?
কেনইবা যেত না,
তার বাসা খানা খসে?
কেন সে হঠাৎ হঠাৎ,
উড়ে চলে যেত?
অদ্ভুত সব খাবার,
সে কোথায় খুজে পেত?
একদিন সে বলল,
শোনো পাখি ভাই।
তোমার কাছে আমি,
এই প্রশ্নের জবাব চাই।
সব প্রশ্ন শোনার পরে,
বলল পাখি হেসে।
একটু খানি দাঁড়াও তুমি,
বলছি ফিরে এসে।
ইটের তৈরী দালান যেমন,
তোমার থাকার বাড়ি।
ডাল আমার তেমন ঘর,
তাই থাকতে পারি।
তুমি যেমন শুয়ে ঘুমাও,
আমি ঘুমাই বসে।
তৈরী করি মজবুত করে,
তাইতো যায়না খসে।
খাবার জন্য কাঁদে যখন,
আমার ছোট্ট খোকা।
উড়ে গিয়ে নিয়ে আসি,
হরেক রকম পোকা।
-১৫-০৭-০৯.