ভোরের আকাশে যখন সূর্য উঠল,
মনে হল পৃথিবীর পথচলা শুরু হল;
দুপুরে সূর্য যখন মাথার বরাবর এল,
মনে হল পৃথিবী অনেক দূর এগিয়েছে;
বিকেলে যখন সূর্য নিস্তেজ হয়ে এল,
মনে হল পৃথিবীর পথচলা শেষ হয়ে এসেছে;
সন্ধ্যার আকাশে সূর্য যখন ডুবে গেল,
মনে হল পৃথিবীর পথচলা শেষ হয়ে গেছে;
রাতের আধারটা যখন গাঢ় হয়ে এল,
মনে হল পৃথিবী ধ্বংসের পরও অনেক দূর এগিয়েছে;
ভোরের আকাশে আবার যখন সূর্য উঠল,
মনে হল পৃথিবীর পথচলা মাএ শুরু হল।