সেদিন রাতে নীলাঞ্জনা এসেছিল,
ঘড়ির কাটা বারোতে পৌছাতেই।
বাতায়নে হু হু করে ভেসে আসা বাতাসের সাথে,
একটা মিষ্টি ঘ্রান আমার নাকে এসে লাগল।
আমি কবিতার খাতা বন্ধ করে,
টেবিল থেকে উঠে এলাম।
ঘরের এদিক ওদিক খুঁজে,
অস্থির হয়ে বিছানায় বসে পড়লাম।
ঠিক তখনই নীলাঞ্জনা আমার কাঁধে হাত রাখল,
ওর হাতে হাত রাখতেই,
ঘোরের মত একটা অনুভূতি হল,
আমার ভেতরে প্রশান্তি বয়ে গেল।
আমরা দুজন থমকে গেলাম,
ডুবে গেলাম নীরব ভালবাসায়।
আমার দুচোখ বুজে এল,
বিভোর হয়ে গেলাম স্নিগ্ধতায়।
এভাবে নীলাঞ্জনার হাতে হাত রেখে,
কত সময় যে কেটে গেল!
২১-১২-১৪.