( এক বছর আগে ঠিক এই দিনে, বাংলা কবিতায় লেখা শুরু করেছিলাম।
© আজ একবছর
© আজ আমার ১০০ তম লেখা এবং
© এটাই আমার শেষ লেখা
আজকের পর আসরে আর লিখবো না, আর লেখালেখিতেও একটা বিশাল দীর্ঘ ছুটি নেবো। পড়াশোনা, ব্যস্ততার কারণেই সিদ্ধান্তটা নিতে হলো। আড়ালপ্রিয় মানুষ আমি, একটু আড়ালেই থাকার চেষ্টা করেছি সবসময়। আসরের সাথে যোগাযোগ খুবই কম ছিল। তারজন্যে সবার কাছে সরি। যাইহোক, সবার প্রতি শ্রদ্ধা থাকলো, লেখাগুলো জমে থাকুক, তাদের হাতে, তাদের মত, আমার মত নয়। রেখে গেলাম শেষ লেখা... )
.
.
.
কালোরাত যামিনী...
হুটহাট থামিনি...
থেমে গেছে কালো জয়রথ...
ঘুঘুদের গন্ধ...
ফুলফোটা বন্ধ...
বেঁকে গেছে আমাদের পথ...
সুদাসল গুনবো...
পুঁথিগান শুনবো...
তারপর পড়ে যাবে বেলা...
সবকিছু চমকে...
বেলা যাবে থমকে...
থেমে যাবে আমাদের খেলা...
.
.
.
বিদায়...