টিপ টিপ বৃষ্টি জানালার ধারে বসে রয়েছি একা,
ঐ দূর নীল আকাশ আজ কালো মেঘে ডাকা,
জমেছে নিরবতা।
তুই আমি মিলে আজ আমাই পেয়েছি ভাবনার সভ্যতায়,
উদ্দেশ্য ছাড়া ভাসছি কখনো ডুবেছি তোর মায়ায়।


কেনো মন বুঝনা,কেনো কাছে ডাকোনা
আমি তোমাকে ছাড়া,আমাই ফেলে যেওনা।


টপ টপ করে প্রতিটা ফোঁটা জানিয়ে দেয় সময়।
এইদিনের স্মৃতি মুছে গেলে জীবনের
হবেনা ফিরে পাওয়া।
না পাওয়ার আক্ষেপ রয়ে যাবে মেয়ে,
তুই কি হৃদয়হীনা?
মেঘকাজল চোখেও তোর মায়া হলোনা!


সময় ফিরে আসেনা,হৃদয় ভেঙ্গে দিওনা
আমি তোমাকে ছাড়া,আমাই ফেলে যেওনা।


ল্যাম্পপোস্টের বাতির নিভু নিভু আলোয়
হাঁটছি তুর পথে,
রাতটা বড় বোধহয় আজ আমার জন্য
তোকে না পাওয়াতে।
জোনাকিরা ঝি ঝি করে কি যেনো বলছে,
এতো না বুঝে না ভেবে তোকেই খুঁজি
বৃষ্টিতে ভেজা মাঝপথে।


রাত তুই ভালো আছিসতো,আমাই ভালোবাসিসতো?
কেনো সাড়া দাওনা,কেনো কাছে আসোনা,
আমি তোমাকে ছাড়া,আমাই ফেলে যেওনা।