আমি আর পারবো না রে
না আমি আর পারবো না,
সত্যিই আমি পারছি না যে
আমি বদলাতে পারবো না।


তোমাকে ভুলে থাকা মানে
নিজেকে আটকে রাখার মতো,
অথচ সেটা পারবো না তো
নিজেকে আটকাতে পারিনা।


আমি আকাশ-পাহাড়-সমুদ্র
আমি নীল-কালো-সাদা রঙ
এদেরও খুব ভালোবাসি;
আমি তোমাকেও ভালোবাসি!


তারপরও আকাশের বিশালতা
পাহাড় আর সমুদ্রকে না দেখেও,
অনেক বাঁচতে পারবো কষ্ট হলেও
তবে তোমাকে না দেখে পারছিনা তো!


অথচ তুমি আকাশে মতো বিশাল নও
পাহাড়ের মতো এতো বড় মনও নেই,
সমুদ্রের মতো আমাকে ভালোবাসো না
তবুও তোমার মায়ায় ডুবে গেছি কেনো?


তুমি কখনো নীল চিরকুট দাওনি
পবিত্র সাদার মতো সত্যটা বলোনি,
কালোর মতো অন্ধকার করে রেখেছো
আমি জানি তুমি ভালোবাসোই'নি আমাই।


ভালোবাসোনি বলেই কি,
আমি তোমাকে ভুলতে পারছি না?
আর যদি ভালোবাসতেই,
তখন তো আর ভুলতেই হতো না।


তবুও সাহস করে ফালতুর মতো
আবার কোনো একদিন বলব।
হয়তো বা আর বলব না কখনোই,
কতোটা ভালোবাসি এখনো তোমাই!