বন্ধু তোরা কই, আমার যাচ্ছে নাহ দিন
বন্ধু তোদের নিয়ে অতীত কেটেছে রঙীন,
বন্ধু তোদের মুখ এখনো খুব চেনা
সময়ের নিয়মে খোঁজ আর হয়না নেওয়া।


বন্ধু তোরা কি ভুলে গেছিস আমাই?
আমিতো ভুলতে পারিনা চির বন্ধুত্ব'টাই।
বন্ধু তোদের সাথে কতোদিন হয়নি কথা
তাই শেয়ার করতে পারিনা সুখ দুঃখ ব্যথা;
এখন বন্ধু ছাড়া মন করে বিষণ্ণতা
এখন বন্ধু ছাড়া মনে বিষণ্ণতা।


বন্ধু তোদের ডাকনাম যায়নি ভুলে
বন্ধু তোদের জায়গা দিয়েছি মনের রাঙ্গা ফুলে,
আজ বন্ধু ছাড়া মন করে কেমন কেমন
বন্ধু তোরা কি আছিস আগের মতন?


বন্ধু তোরা কই,আমার যাচ্ছে নাহ দিন
বন্ধু তোদের নিয়ে অনেক স্মৃতি রঙীন
বন্ধু,আমার কথা কি তোরা শুনতে পাস?
শুনতে যদি পাস প্লিজ তোরা কাছে আস।


বন্ধু তোদের জন্য মনের দরজা খোলা
বন্ধু তোদের দাম চিরদিন তোলা তোলা,
বন্ধু ছাড়া মানুষ হয় রে পাগল?
বন্ধু তোরা থাকলে আমি হবো সফল।


বন্ধু তোদের ঋণ কখনো হবেনা শোধ
বন্ধুত্ব'টাই আমাদের এতোই অদ্ভুত।
বন্ধু তোরা নেই বলে আমি ভালো নেই
হৃদয়ের শহরে বন্ধুহীন কোনো আলো নেই;
আজ বন্ধু ছাড়া মন করে কেমন কেমন
বন্ধু তোদের খুব মিস করছি ভীষণ।


বন্ধু তোরা কই, আমার যাচ্ছে নাহ দিন
বন্ধু তোদের ছেড়ে বাঁচা খুব কঠিন,
এখন বন্ধু ছাড়া মন করে বিষণ্ণতা
এখন বন্ধু ছাড়া মনে বিষণ্ণতা।