তুমি একা থাকলে
তোমাকে অনেক কিছুতে তুলনা করা যায়।
তাই তুমি একাই থেকো
নিজের স্বপ্ন নিজেই এঁকো।
মস্তিষ্কে এই অদ্ভুত অসুখ নিয়ে
তুমি পৃথিবীতে দেহটাকে টিকিয়ে রেখো
তুমি একাই থেকো।


একা থাকার ভালো লাগায় হারিয়ে
নিজেকে নিজের জন্য সময় দাও,
আর কারো অপেক্ষা করে যেন দুঃখ না পাও।


তুমি শিখে যাও কিভাবে একা থাকা যায়
কিভাবে তার মায়া কাটিয়ে আসা যায়,
প্রিয়তা'কে আর প্রিয় তে না রাখা যায়
বড় অবেলায়ও তাকে যেন ভুলে থাকা যায়।


তুমি এভাবে একাই থেকো
নিজের স্মৃতি নিজেই লুকিয়ে রেখো,
তার কথা ভুলে নিজেকে গড়ে তুলো।
তুমি একা ছিলে, আছো, এভাবে থাকতে পারবে।
হ্যাঁ তুমি বেশ পারবে!


এভাবে গল্পে,কাব্যে,ছন্দে,ছড়ায় তুমি
খুব করে তাকে এড়িয়ে যেও।
তুমি প্রয়োজনে নিজের কাছেই
হেরে যেও।
এভাবে একা থাকার ভালো লাগায় হারিয়ে যেও,
দেখবে নিঃসঙ্গতা তোমাই আর পাবে না।