আমার একটা পাখি ছিলো হলুদিয়া পাখি
সে পাখিটা করতো মনে শত ডাকাডাকি,
যত্ন করে মন পিঞ্জিরায় বেঁধে ছিলাম তারে
হঠাৎ একদিন উড়াল দিলো পাষান পাখিটারে।


রক্তজবার মতো ছিলো ঐ পাখিটার ঠোঁট
দিলাম না তো কোনোদিনও ভালোবেসে চোট,
আমারে তবুও কেনো দিলো এতবড় ফাঁকি?
দুঃখ দিয়া গেলি মনে হায়রে পাষাণ পাখি!


আমার আকাশ কি ছিলো এতোটাই কালো?
তবে কেনো লাগলো না তুর এই আকাশটা ভালো!
কেন করে দিয়ে আজ আমাই এলোমেলো?
আমি বাদে তুর জীবনে হয়তো অন্য কেউ ছিলো।