মেয়ে আমি হতে পারি কি তোমার?
মেয়ে, এঁকেছি ছবি তোমার,
মেয়ে হারিয়েছি তোমার অচীন কোণে
তুমি আলো দিও সেই প্রাণে।


মেয়ে তুমি ফিরবে কি নিঝুম রাতে?
বলো ফিরে আসবে কি জোছনা রাতে?
মেয়ে আমি স্মৃতি রেখেছি তোমার
যতো স্বপ্ন এঁকেছি আমার;
তুমি সেই স্বপ্ন সত্যি করো
তুমি বাস্তবতা ফিরিয়ে আনো।


মেয়ে আমি কবিতা লিখেছি তোমার
তুমি থাকবে পাশে কি আমার?
জানিনা আজ আমাই কতোটা বাসো ভালো
আমার চেয়ে বেশি কি বাসতে পারো?


মেয়ে আমাই নাও তোমার গহীন কোণে
মেয়ে আমাই জড়িয়ে রাখো তোমার মনে,
আমি স্বপ্ন দেখি তোমায় ঘিরে
আমাই খুঁজে পাবে ভালোবাসার ভিড়ে;
তুমি স্বপ্ন আমার সত্যি করো
ঠিক আগের মতো বাসো ভালো।


মেয়ে আমি অচেনা নয় না অজানা
ওহ মেয়ে,আমি অদৃশ্য নয় যে তোমার
তবে এভাবে আর কেনো ডাকো?
বলে দিতেই পারো আমাই ভালোবাসো।


মেয়ে আমি তোমার সু-ঘ্রান গায়ে মেখেছি
মেয়ে,আমি তোমার পাশে হাঁটতে চেয়েছি
জানিনা কতোটা আমাই কাছে রাখো
ঠিক আগের মতো বাসো ভালো?


মেয়ে আমি স্বার্থ খুঁজি ভালোবাসার
ওহ মেয়ে, আর অন্য কিছু সবিই তোমার,
আমি তোমায় রাখি প্রেমের গানে
তুমি খুঁজে দেখো শুধু তোমায় পাবে।
মেয়ে,আমি তোমায় রাখি প্রেমের গানে
তুমি খুঁজে দেখো শুধু তোমায় পাবে।