নদীটা কথা বলে তোমার
ঢেউ তে ভেসে আসা ছবি,
এপারের রোদ ওঠা তটে
তোমারই শুধু খোঁজ করি।


লিখেছে তোমাই নিয়ে কবি
এঁকেছে তোমার ছবি তুলি
রয়েছে কোথায় বহুদূরে?
আমি যে ক্লান্ত ভবঘুরে।


তারা ভরা রাতের আকাশে
কতো ঝড়ে কতো বাতাসে,
খুঁজেছি একা এপাশ-ওপাশে
কোথাও পাইনি দেখা অবশেষে।


কোথায় তুমি পড়ে আছো একা?
সেই শোকেতে হৃদয়েরও ব্যথা,
বেড়েছে ভীষণ তোমাই হারিয়ে
তুমি আসবে বলে এখনো দাঁড়িয়ে।


তোমার পোষা পিন্জিরার পাখি
করে তোমাই কতো ডাকাডাকি,
তারে তুমি এসে দেখা দাও
না হয় আমাই দূর সরিয়ে দাও!


তোমাকে খুব মিস করি
করবো নাহ আর বাড়াবাড়ি,
একটাবার প্লিজ ফিরে এসো
তুমিহীনা কেমন আছি দেখো।