পৃথিবীর চেনা সমুদ্র আজ অচেনা রূপে ধরা দেই
নিয়মের হাত ধরে আজ মেঘে ডাকা আকাশ চুপচাপ
মায়াকে ভালোবেসে এঁকেছি স্বপ্নের প্রতিচ্ছবি
প্রতিচ্ছায়া গুলো বারে বার তবুও ফিরিয়ে দেই।


আমার ভালোবাসায় আমার কল্পনার প্রিয়তা!
দেওয়ালের গা ঠেসে বড় হওয়া অপ্রতিরোধ্য
প্রত্যাশা,
হিসাবের খাতা খুলে দেখো
তোমার আমার ভালোবাসা অপূর্ণ তাই।


জানালার গ্লাস ভেঙ্গে আসা প্রিয়তার চিরকুট
সে প্রিয়তা শুনিয়েছে, নানা অজুহাত।
কোণঠাসা আবেগের দাম দিয়ে কি লাভ?
পাশবিক নির্যাতন যে মনের বিপরীতে!


শঙ্খচিল আকাশে উড়ে মুক্ত ডানা মেলে
জীবনের সব আশা তুমি নিরাশায় ডুবালে।
আজ নেই আমার মাঝে কোনো কল্পনা
তোমায় ভেবে আঁকবো নাহ তাই আলপনা।


চিরতরে মুছে নিও আমার এই নাম
হোক না আরো বেশি তোমার অভিমান,
জীবনের বড় ভুল আজ কেটে গেছে
স্বপ্ন দেখার স্বাদ মিটে গেছে।


আজ নিকোটিনের ধোঁয়ায় ঝাপসা দেখে চোখ,
যেনো সব সাদাকালো সব সাদাকালো!