আর বিরক্ত করি না তো
করবোও'না আর এমন,
তুকে তো তারাই বুজে
যারা তুর পাশে থাকে,
অথচ আমি একটুও না!


আমি তোর ঠিক ততোদূর...
যতদূরে থেকে তুকে বুজিনা!
তুকে এই বিশেষ দিনেও
ইচ্ছে করেই আর খুঁজিনা,
হ্যাঁ,আমি তুর অতোদূরেই!


তুকে ছোঁয়ার স্বপ্ন আজও
আমার চোখে লেগে আছে,
তুকে পাবো না বলেই কি
স্বপ্ন এমন আঠা হয়ে গেছে!
হ্যাঁ,সত্যিই স্বপ্ন আঠা হয়েছে!


আবার তবুও একদিন
খুব জড়িয়ে ধরার ইচ্ছে,
কাটেনি তোর মায়াগুলো
তাই কষ্ট জুড়িয়ে দিচ্ছে।
জানি,পারবোনা এইটুকুও!


কি প্রয়োজন বল?
যেখানে ভালোবাসা নেই
সেখানে কেনো যেতে হবে!
শুধু একবার এইটুকু বল?
কিভাবে ভালো থাকা যাবে!


আমাকে একটা সহজ সরল
রাস্তা বের করে দিতে পারবি?
আমি অনেক বেশিই বোকা!
এতো জটিল সমীকরণ বুজিনা!
বলনা? কিভাবে তুকে ছেড়ে আসা যায়?