আমার স্বপ্ন গুলোর কিছু অভিযোগ ছিলো
শুনো শুরু করি হয়তো বা অগোছালো।
অদ্ভুত রহস্য গুলো স্বপ্নে জড়িয়ে
বিষ্ময়ে কড়া নাড়ে এই স্বপ্নের দুয়ারে,
জরাজীর্ণ শব্দগুলো কাব্যের আড়ালে
সবেই তো ললনা আমাই হারালে!


এতো স্বপ্ন কেনো দেখি
এতো কষ্টে কেনো পড়ি
তবুও কি স্বপ্নের কাছে আমি ঋণী?


যা পেয়েছি ভুলেও তা চায়নি
কথারা তোমার কথা রাখেনি,
অপ্রাসঙ্গিক বর্ণনা কেনো স্বপ্নরা দিচ্ছে?
অপ্রয়োজনীয় শব্দগুলো জানিনা এভাবে
কেনো কাঁদাচ্ছে!
গভীর রাতে যখন নিদ্রায় ভেঙ্গে পড়ি
স্বপ্নে গড়ায় নয়নের পানি।


আমার স্বপ্নেরা যদি এমন হতো,
সব সুখ দুঃখ আমায় বুঝিয়ে বলতো।
আমার কাব্যরা যদি শব্দ না হারাতো
প্রত্যাশিত সব আশারা এসে ভিড় জমাতো।


এতো স্বপ্ন কেনো দেখি
এতো কষ্টে কেনো ভুগি
তবুও কি স্বপ্নের কাছে আমি ঋণী?


সুখের অ্যালবামে যদি রাজকন্যার ছবি থাকে
রানীহীন রাজ্যটা কেনো অপূর্ণতাই ভুগে?
সংক্ষিপ্ত হলেও যদি জীবন সুখে কাটাতাম
এতগুলো স্বপ্নের অভিযোগ আজ নাই জানাতাম।