এই মাঝরাতে আকাশ ভেঙে
নেমেছে ঝুম বর্ষা,
তবুও ঘুমহীন এই দু'চোখ জুড়ে
একরাশ হতাশা!


এরই মাঝে কত তারা ঝরে গেছে
বিষাদের মেঘে আকাশ ছেয়ে গেছে
রাখো কি সে খবর?
নাকি শুধু বর্ষাকেই ভালোবাসো?


আকাশের মনই তো বুজো না,
শুধু বৃষ্টি আসলেই হাসো?
বৃষ্টি টা আকাশের কান্না
তুমি সে কান্না দেখেই হাসো!


আকাশের বিরহে তুমি
কি শুধু আনন্দ খুঁজে পাও?
আকাশের বুকে তারা যে নেই
কষ্ট কি নাহি পাও?


দেখো আকাশের কান্না দেখে
আমিও কাঁদতে শিখেছি,
তোমার এই শক্ত মন দেখে
নিজেকে আকাশ করেছি।


আমার এই মন আজ,
আকাশের মতো পরিচয়।
যত খুশি আমার বিষাদের বৃষ্টিতে,
তুমি ভিজতেই পারো।


আর তোমার ঐ শক্ত মন নিয়ে
বলতেই পারো যে,
পুরো আকাশটা নয়
শুধু বৃষ্টিকেই ভালোবাসো।