যোগ্যতা যেখানে ভালবাসার পরিমাপক
আমি না হয় সেই ভালবাসায় উপেক্ষিতই থাকলাম।
ধূলোয় লুটিয়ে যাওয়া নক্ষত্র, যোগ্যতা বলে
কারো মাথার তাঁজ হতে চাইনি।
হৃদয়ের লেনদেনে ভালবাসা বাঁচুক, হাজার বছর বাঁচুক
আজ যে শহরে আমি আগন্তুক, এ শহরও একদিন আমার ছিল।
হোক না ইঞ্চি বা গজ ফিতায়, এক চিলতে রোদ কিংবা চিলেকোঠায়,
আমার কার্বনডাই-অক্সাইডের হিসেব জমা মোড়ের কৃষ্ণচূড়ায়।
তুমি স্বীকার না-ই-বা করলে, কৃষ্ণচূড়া আর নির্ঘুম হাজারটা রাত
ওরা আমার ভালবাসা অথবা পরাজয়ের স্বাক্ষী হয়ে থাক।
খসে পড়া আস্তরণও জানে কি ব্যথা ঝরে পড়ার,
দেয়ালের ঐ পাড়ের ঝাড়বাতি রাখে কি তার খবর?
আমি খসে পড়া আস্তরণ, ব্যথা'রা বুকের গভীরে যত্নে বাড়ুক
তুমি মখমলে জড়িয়ে ভুলে যাও ভালবাসা আবেগ,
তুমি ভুলে যাও আমি কোন না কোন ভাবে ভ্যানগগ,
তুমি ভুলে যাও আমি সভ্যতার দেয়াল জুড়ে বেড়ে ওঠা অসভ্য শ্যাওলা,
আমিও ভুলে যাবো একদিন এ শহর কতটা করেছে আমার প্রতি অবহেলা।