আমি যদি দুঃখ কিনি অশ্রুর দামে, সুখের ভাগ তোমার
তারপরও কি জায়গা হবে না? পাশাপাশি, কাছাকাছি থাকবার।
যত পারো দাও তুমি দাও দু'হাত ভরে যন্ত্রনা, হাহাকার


আমি যদি আকাশের কান্না হই বৃষ্টির নামে, জোছনার জল সব তোমার
রুপালি রাতে চান্নি পশরে নদীর বুকে প্রেমের নামে মরণ হোক আমার
তোমার প্রেমের মরণে না হয় মরবো আমি অযুত, লক্ষ, কোটি বার।


আমি সমুদ্র হয়ে জলরাশি রাখি আমার হৃদয় নোনা জুড়ে
তুমি সাগর তটে পা ভিজিয়ে ছুঁয়ে যাও এই বুক পাঁজরে।
তুমি কি গোধূলির আকাশ হয়ে সাগরে মিশে যেতে পারো না একটি বার?