আমি না হয় মেনে নিলাম আমার পরাজয়,
যেখানে হৃদয় উপেক্ষিত
তুমি জয়ী হয়ে ফিরে যাও অট্রালিকায়,
মাতো উল্লাসে! এখানে ভালবাসা রক্তাক্ত।
পাহাড় দুঃখ লুকায় ঝর্ণার আড়ালে,
যার অশ্রু নদী হয়ে বয়ে যায় সাগরে।
আমার চিবুক ছুঁয়ে বৃষ্টি নামেনি বা নামতে দেইনি
বেদনার মহাসাগর যতন করেছি যে হৃদয় গভীরে।
রাত গভীর হয়, সোনালি সকালের প্রত্যাশায়
আমার রাত হারিয়ে যায় অনিশ্চিতের আশায়।
পাহাড়ের বুকে বুক মিলিয়ে দেখেছি,
আমার ব্যথা অতিক্রম করতে পারেনি।
কান্নার জল প্রবাহিত নদী, হৃদয় মরুভূমি করেছি।
বেদনার সাইরেন জানান দেয় মহাপ্রলয়ের
আমি হাত বাড়িয়ে আলিঙ্গন করি বজ্রাঘাত কষ্টের।
অতঃপর তুমি রোদ হয়ে সরে যাও ক্রমশ অপর মেরুতে,
আমি দৃষ্টিহীনের মতো পড়ে রই একা আঁধারে