পেঁচার ডাকে ভাঙে নিরবতা, তখনও একাকী হাত জানালার গ্রিলে
তাতে নিম ফুলের ঘুম ভাঙে না, আমার নির্ঘুম রাত্রি
আমি জ্যোৎস্না বিলাসী নই।
বুক জুড়ে বেদনা'রা হাতড়ে খুঁজে কিনারা, আমি তো জানি
এ মহাসাগর অথৈ।
তাঁরা'রা ছুটে চলে কেউ কেউ ক্ষয়ে যায় অজান্তেই, রাখে কি কেউ তার খোঁজ
আমার ক্ষয়ে যাওয়া অভ্যন্তরীন, ঠোঁটের কোণে হাসি রেখে নিজেকে আড়াল করি রোজ।
তুমি আর আকাশ দেখো না, আমার সখ্যতায় তোমার ভালো না থাকার কারণ
আমি আর ঐ নীল আকাশ সখ্যতার সর্বশেষ সীমায়, তুমি তো হিসেবে বরাবরই অসাধারণ।
আমাবস্যার আঁধার শেষে চাঁদের হাসি, জোছনার জোয়ারে প্লাবিত আকাশ
তোমার দেয়া ব্যথার দামে আমার চিরস্থায়ী আমাবস্যা আর অনন্তকালের দীর্ঘশ্বাস।
ক্ষয়ে যাওয়া হৃদয়ের কোন দাবী নেই, নেই কোন অভিযোগ তোমার কাছে
মন বদলে ঠকছি আমি সমস্ত টাই, আমার কষ্টে তোমার কি যায় আসে।
আমাবস্যায় হেসনাহেনার ঘ্রাণ ছুঁয়ে যাক আমায় আষ্টেপৃষ্টে অনন্তকাল ধরে
আমি না হয় আঁধার ভালবাসলাম জন্মান্ধের মত নিজের ভুল স্বীকার করে।